সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁয়ে ৩১ জনের করোনার নমুনা পরিক্ষা করে ১২ জুন শুক্রবার ১০ জন দেহে করোনায় আক্রান্ত পাওয়া গেছে। তাদের মধ্যে ৮ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, ২ জন মহিলা।
এ নিয়ে সোনারগাঁয়ে ৩৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ১২৪ জন, মৃত্যু বরণ করেছে ১৪ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে ১৯২ জন। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহাএ তথ্য নিশ্চিত করেন।
তথ্য অনুযায়ী সোনারগাঁ পৌরসভায় ৩ জন, মোগরাপাড়া ৩জন সনমান্দি ১জন, জামপুর ১জন, কাঁচপুর ১জন ও পিরোজপুর ১জন আক্রান্ত হয়েছে। সোনারগাঁয়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩৩০ জন। মৃত্যু বরন করেছে ১৪ জন, সুস্থ হয়েছে ১৯২জন।