মোক্তার হোসেন, সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁ উপজেলার ৪০ গ্রামের মানুষের স্বপ্ন পুরন করে, ইতিহাস গড়ছেন এমপি খোকা। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ও জামপুর ইউনিয়নের মধ্যবর্তী ব্রহ্মপুত্র নদে হরিহরদী সেতুর শুভ উদ্বোধনের অপেক্ষায়।
জামপুর ইউনিয়নের মুছারচর, চরতালিমাবাদ, রাজাপুর ও সনমান্দী ইউনিয়নের দড়িকান্দি, হরিহরদী, টেমদী, বিজয়নগর, আলমদী, দক্ষিণপাড়া, মুসুরদী, আটিবাড়ি, খৈতেরগাঁও, ছনকান্দা, দড়িকান্দী, লেদামদী, সনমান্দী, ফতেপুর, ফতেপুর দড়িকান্দী, গাঙ্গুলকান্দী, নোয়াকান্দীসহ ৪০ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচলের একমাত্র ভরসা ছিল ন্দীর উপরে বাঁশের সাঁকো। আর বর্ষা মৌসুমে চলেছে নৌকা। বর্ষা মৌসুমে খেয়া পার হতে গিয়ে নৌকা ডুবে ঘটছে হতাহতের ঘটনাও।
এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা হরিহরদী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং কিছু দিনের মধ্যে শুভ উদ্বোধন করবেন এমপি খোকা।
এতে সোনারগাঁ উপজেলার ৪০ গ্রামের মানুষের বাশের সাকো দিয়ে পাড়াপাড়ের সমস্যার সমাধান হবে এবং আরেকটি স্বপ্ন পুরন করবেন সোনারগাঁয়ের মাটির মানুষ লিয়াকত হোসেন খোকা এম পি।