বন্দর কলাগাছিয়া সাবদী আইসতলা প্রবাসী আলামিন মিয়ার স্ত্রীর আত্নহত্যা

274

বন্দর প্রতিনিধিঃ বন্দরের কলাগাছিয়া সাবদী আইসতলা এলাকায় প্রবাসীর স্ত্রীর সুমী নামে এক গৃহবধূ আত্নহত্যা করেছে। এলাকায় গুঞ্জন চলছে হত্যা না আত্মহত্যা।

১৪ জুন রোববার সকাল ১০ টার দিকে সুমীর শশুর বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত সুমী আইসতলা এলাকার মৃত আলী আক্কাস মিয়ার ছেলে প্রবাসী আলাআমিন মিয়ার স্ত্রী। এ দিকে শশুর বাড়ির পরিবাবের দাবী তাদের ছেলের বউ পরকীয়ায় আসক্ত ছিল।

সুমীর শাশুড়ী জানান, রোববার সকালে বাড়ির দক্ষিন পাশে নতুন ঘর তোলা নিয়ে পরিবারের সবাই ব্যস্ত ছিল। এসময় তার ছেলের বউ সুমি বাড়ীতে একাই ছিল, পরে গোসল করে ঘরের ভিতরে চলে যায়। এর ঘন্টা কয়েক পর বাড়ীতে প্রবেশ করে ঘরের দরজা বন্ধ দেখতে পাই। পরে আশে-পাশের লোকজনকে ডেকে ঘরের দরজা ভেঙ্গে দেখতে পাই ঘরের আড়ার সাথে উড়না পেঁচিয়ে সুমী ঝুলে আছে।

এলাকাবাসী জানায় পারিবারিক কলহের জেরে সুমী আত্মহত্যা করতে পারে।

এ ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে যান মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সৈয়দ মিজানুর ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সুমীর লাশ মাটিতে ছিলো, পাশের বাড়ীর এক ছেলে লাশটি নামিয়েছে। এটা হত্যা নাকি আত্নহত্যা সুরতহাল রিপোর্টের পর জানা যাবে, লাশ মর্গে পাঠানো হয়েছে।