সুস্থ হওয়ার পর করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

364

আবু নাঈম রিপনঃ নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ আব্দুল মতিন (৫৯) সোমবার ১৫ই জুন সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

সিভিল সার্জন ও তার সহকর্মীরা জানান, উপসর্গ না থাকলে ও ১০এপ্রিল নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে, আব্দুল মতিনের। কিছুদিন পর নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে। পরবর্তীতে তিনি অফিস করা শুরু করেন, কিছুদিন পর তার জ্বর, শ্বাসকষ্ট,কাশি,গলাব‍্যাথা,সহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাঁকে করোনা ডেডিকেটেড নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ১০ জুন থেকে আব্দুল মতিন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৪ জুন, তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ বলে জানা যায়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ১৫ জুন সকালে তার মুত্যু হয়। এছাড়া নরসিংদী তে নতুন করে ৪১ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে,এক হাজার ৩১ জন।

নরসিংদী সিভিল সার্জন জানান, গত ৮জুন,১০৭টি , নমুনা পরীক্ষার জন্য ল‍্যাবে পাঠানো হয়েছে।এর মধ্যে ৪১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে ২৩ জন সদর উপজেলার,সাত জন পলাশের, ছয়জন মনোহরদী, এবং শিবপুর ৪জন। জেলার মোট আক্রান্ত এক হাজার ৩১ জনের মধ্যে সদর উপজেলায়,৭১৫, পলাশের ৯১জন, শিবপুর ৭২ জন।রায়পুরায়,৬৫ জন,বেলাবোতে ৫৪ জন, এবং মনোহরদী ৩৪জন, রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এখন পর্যন্ত জেলায় হোম আইশোলেশনে আছেন,৬২৬,জন। হাসপাতালে আইশোলেশন ৪০ জন,আইশোলেশন মুক্ত হয়েছেন ৩৫০জন। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছে,এর মধ্যে নরসিংদী সদরে ১০ জন,পলাশের ১ জন, বেলাবোতে ২ জন। রায়পুরায় ২ জন। মনোহরদী তে একজন রয়েছেন।

নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন নরসিংদী জেলার মাধবদী ৪, ৫ ওয়ার্ড রেড জোন এবং পলাশ উপজেলার চর সিন্ধুর গ্ৰীন জোন হিসেবে ঘোষণা করেন।।