ওয়ার্ডবাসীর মাঝে  ৩ হাজার প্যাকেট ত্রান বিতরণ  করে  কাউন্সিলর বাবু

278

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ৮ম ধাপে ১৭ নং ওয়ার্ডবাসীর মাঝে ৩ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কাউন্সিলর আব্দুল করিম বাবু। রবিবার দুপুরে শহরের পাইকপাড়া এলাকায় প্র্ধানমন্ত্রীর তহবিল থেকে ৭’শ প্যাকেট ও ব্যক্তিগত অর্থায়নে ২৩’শ প্যাকেট মোট ৩ হাজার এই খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি।

এসময় কাউন্সিলর বাবু জানান, আমার ওয়ার্ডবাসীর ও আশেপাশের মানুষের জন্য প্র্রধানমন্ত্রীর তহবিল থেকে ১১ ধাপে ও আমার ব্যক্তিগত তহবিল থেকে ৮ম ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আপনারা সামাজিক দূরত্ব বজায় চলুন। আমরা আপনাদের সেবায় পাশে আছি। আল্লাহ চাইলে যতদিন পর্যন্ত এই মহামারী থাকবে ততদিন পর্যন্ত মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌচ্ছে দেওয়া হবে।