স্বাস্থ্য ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে ৫৮ টি ল্যাবে ১৫,০৩৮ টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৩,০৯৯ জন, শনাক্তের হার ২০.৬১%। নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃত্যু হয়েছে ১,২০৯ জনের, শনাক্ত বিবেচনায় মৃতের হার ১.৩৩% ।
এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৯০,৬১৯ জনে। মোট সুস্থের সংখ্যা দা ড়াল ৩৪,০২৭ জন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৭.৫৫% ।
সোমবার (১৫ জুন) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।