ফতুল্লা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আসলাম হোসেনের জন্য দোয়া চেয়েছে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সাংবাদিক সুলতান মাহমুদ।
সোমবার (১৫ জুন) নমুনা পরীক্ষায় তার দেহে করোনা শনাক্ত হয়। তিনি আক্রান্ত হলেও শারীরিক ভাবে সুস্থ্য আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করোনা ভাইরাস প্রতিরোধে নিয়ম মেনে কার্যক্রম অব্যাহত রেখেছে ওসি আসলাম হোসেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী জানায়, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আসলামসহ জেলার ১৭৩ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। তার মধ্যে ১০১ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছে। ৪৩ জন চিকিৎসাধীন। বাকি পুলিশ সদস্যরা নিজ নিজ বাসায় আইসোলেশেনে থেকে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে একজন পুলিশ সদস্য ঢাকার পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছে।