গলায় ফাসঁ লাগানো জিয়ার মরদেহ উদ্ধার, ধারনা আত্নহত্যা

237

ফতুল্লা প্রতিনিধিঃ নারায়নগঞ্জের ফতুল্লায় সাংবাদিক জিয়াউর রহমান জিয়ার গলায় ফাসঁ লাগানো মরদেহ উদ্ধার। ধারনা করা হচ্ছে  আত্নহত্যা করেছে সাংবাদিক জিয়া।

১৬ জুন, মঙ্গলবার দুপুরে ফতুল্লা থানার কাশীপুরের বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্হলে উপস্থিত হয়ে জিয়ার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে। প্রয়াত জিয়াউর রহমান জিয়া বেশ কয়েক বছর ধরে সাংবাদিকতায় সক্রিয় ছিল না বলে জানা যায়।

এ ঘটনায় ফতুল্লা থানা পুলিশের উপ পরিদর্শক মামুন গণমাধ্যমকে জানান, প্রচন্ড নেশাগ্রস্থ অবস্থায় গত চার দিন আগে মা ও স্ত্রীর সাথে ঝগড়া করে ওই সময় আত্মহত্যার চেষ্টা করে জিয়াউর রহমান শান্ত। লাশ ঝুলন্ত অবস্থা থেকে নামানোর পর নিহতের পরিবার ও এলাকাবাসী বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য প্রশাসনের অনুমতি প্রার্থনা করেছে।

পরিবার ও এলাকার অনেকেই বলে, এক সময়ের ফটো সাংবাদিক জিয়াউর রহমান শান্ত শারিরীক নানা অসুস্থাতার কারণে হতাশাগ্রস্থ হয়ে পরে । এমন হতাশা থেকেই নেশায় আশক্ত হয়ে পরিবারের সাথে দ্বন্ধে জড়িয়ে পরে। এমন হতাশা থেকে গত ১০ জুন জিয়াউর শান্ত তার ফেসবুক পেইজে কিডনী বিক্রি করা হবে বলেও মন্তব্য করেছে, তার মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগের জন্য অনুরোধ করেছিল।