নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় ৫ শিক্ষার্থী নিহত হওয়ার পর ছাত্র আন্দোলনে হামলাকারী সেই আলাল সর্দারের বিরুদ্ধে উপজেলায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়ায় অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে দুর্গাপুর প্রেসক্লাবে সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল সাংবাদিকদের পক্ষে দুর্গাপুর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন।
অভিযোগে জানা গেছে জেলার দুর্গাপুরের শ্রমিক নেতা আলাল সর্দারের বিরুদ্ধে জনৈক সৌদি প্রবাসীর স্ত্রীকে পরকীয়ার ফাঁদে ফেলে বিয়ে করার অভিযোগ উঠে। তাদের নিজেদের পোস্ট করা ঘনিষ্ঠ মূহুর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে ভাইরাল হয়। পরে প্রবাসীর ভাই দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করলে স্থানীয় সাংবাদিকরা এ ঘটনার সংবাদ করেন। এরপর আলাল সর্দার স্থানীয় সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল, নানা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করেন। উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দাবী করে বিভিন্ন সময় মানুষের ওপর হামলা, সরকারি জায়গা দখল করাসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় ৫ শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবীতে আন্দোলনরত স্কুল-কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিলেন এই আলাল সর্দার।
আলাল সর্দারের সাথে তার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তিনি মোবাইল রিসিভ করেননি।
দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান জানান, স্থানীয় সাংবাদিকদের হুমকি দেয়ার ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।