কাউন্সিলর দিনার উপর হামলা করেছে ছাত্রলীগ নামধারী স্থানীয় সন্ত্রাসী

382

সিদ্দিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নারী কাউন্সিলর (৭, ৮, ৯ নং ওয়ার্ড) আয়শা আক্তার দিনার উপর হামলা করেছে ছাত্রলীগ নামধারী ২৫/২৬ জন স্থানীয় সন্ত্রাসী।

সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টা থেকে ১১টার দিকে হামলার এ ঘটনার ব্যাপারে রাত ২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার অভিযোগ দায়ের করা হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে চৌধুরীবাড়ি বৌ বাজার এলাকায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন কাউন্সিলর দিনা ও তার পরিবার।

জানা যায়, সোমবার রাতে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পরা এক ভাড়াটিয়াকে ৩ মাসের বাড়িভাড়ার জন্য বাড়িওয়ালা (কাউন্সিলর দিনার আত্মীয়) ছাত্রলীগের নামধারী বখাটে সন্ত্রাসীদের নিয়ে হুমকি ধামকি সহ ভাড়া পরিশোধে চাপ প্রয়োগ করলে কাউন্সিলর দিনা স্থানীয় মুরব্বি ও তার মামার পরামর্শ অনুযায়ী ওই ভাড়াটিয়ার ৩ মাসের ভাড়া মওকুফ করার ব্যবস্থা করেন। এরপর রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার দিকে তিনি চৌধুরীবাড়ি বউবাজার এলাকায় অবস্থিত তার কাউন্সিলর কার্যালয়ে এসে স্বামী ও ছোট ভাইসহ স্বেচ্ছাসেবী টিম নিয়ে মধ্যবিত্ত পরিবারের জন্য ফটোসেশনবিহীন ত্রাণ দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ করে সেই বাড়িওয়ালা নারী ও তার ছেলে ক্ষুদ্ধ হয়ে স্থানীয় ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীদের নিয়ে হামলা চালায় কাউন্সিলর দিনা ও তার পরিবারের লোকজনের উপর। এসময় স্থানীয় লোকজন দিনাকে বাঁচাতে এলে তাদের উপরেও হামলা চালায় এসব সন্ত্রাসীরা।

দিনা জানায়- এসময় রাকিব, তামিম, আলী, গনি সহ আরো প্রায় ২০ জন কাউন্সিলর কার্যালয়ে ঢুকে তাকে ও তার স্বামীসহ অন্যান্যদের মারধর করে, হাতের আংটি এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। কাউন্সিলর দিনা জানায়, হামলাকারীরা তার চুলের মুঠি ধরে টেনে হেচরে এবং তার গায়ের উড়না খুলে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা চালায় এবং তাকে বেদম মারধর করে। এসময় তাকে ও তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে হত্যা করার হুমকিও দেয়। ফলে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে এ নারী কাউন্সিলর।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক জানায়, কাউন্সিলর দিনার উপর হামলার ঘটনায় রাত ২টার দিকে একটা অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, করোনার এই দুর্যোগে একের পর এক অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন নারী কাউন্সিলর দিনা।