নাদিয়া আক্তার নিয়ারুন, কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খাসিয়া সম্প্রদায়ের ৭২ পরিবারের মাঝে বিভিন্ন জাতের পরিবেশ বান্ধব দেশীয় ফলজ গাছের চারা ও নানা জাতের সবজি বীজ বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
আজ বুধবার (১৭জুন) দুপুর ১টায় মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে এসব ফলজ গাছের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়। এসময় তিনি পুঞ্জিতে কর্মরত ১০টি শ্রমিক পরিবারের হাতে প্রধানমন্রীর উপহার ১০ কেজি করে চাল তুলে দেন। পরে তিনি পুঞ্জিতে একটি দেশীয় ফলের গাছ রোপন করেন। ফলজ গাছের চারা ও সবজি বীজ বিতরণকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সিনিয়র সহকারি কমিশনার সুমন চন্দ্র দাশ, কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, আধিবাসি নেতা জিডিশন প্রধান সুচিয়াং সাংবাদিক সালেহ এলাহী কুটি ও বিকুল চক্রবর্তী,প্রমুখ।