গত ২৪ ঘণ্টায়  করোনা শনাক্ত ৮২ : মোট ৪৩৭২

272

সময়ের চিন্তা ডেস্ক রিপোর্টঃ নারায়ণগঞ্জ জেলায় করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিন। গত ২৪ ঘন্টায়  নতুন আক্রান্ত ৮২ জন, নারায়ণগঞ্জে মোট আক্রান্ত ৪,৩৭২ জন।
১৮ জুন বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘন্টায় (১৭ জুন সকাল ৮টা হতে ১৮ জুন সকাল ৮টা পর্যন্ত) নারায়ণগঞ্জ জেলায় ৪৭৭ জনের নমুনা সংগ্রহ করা হয়, মোট নমুনা সংগ্রহ সংখ্যা ২১,১৩১ । নতুন  আক্রান্ত ৮২জন, মোট আক্রান্ত  ৪৩৭২ জন।
নতুন সুস্থ্য ১১৮ জন, মোট সুস্থ ১৯৮৬ জন। নতুন করে মৃত্যুর কোন খবর পাওয়া যায়নি, মোট মৃত্যুর সংখ্যাটা ৯৯ অপরিবর্তিত রয়েছে।
তথ্যানুসারে এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ৪১৪ জন, বন্দর উপজেলায় ১৩১জন, সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ১৫৪৭জন, রূপগঞ্জ উপজেলায় ৭৮৯জন, সদর উপজেলায়(ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১১৩০জন ও সোনারগাঁও উপজেলায় ৩৬১ জন। নারায়ণগঞ্জ জেলায় মোট ৪৩৭২ জন।
এলাকা ভিত্তিক সুস্থ, আড়াইহাজার উপজেলায় ১৯০জন, বন্দর উপজেলায় ৩০জন, সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ৯৩২জন, রূপগঞ্জ উপজেলায় ১৯২জন, সদর উপজেলায়(ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৪৭১জন ও সোনারগাঁও উপজেলায় ১৭১ জন।  জেলায় মোট ১৯৮৬ জন।
এলাকা ভিত্তিক মৃত্যু – আড়াইহাজার উপজেলায় ৩জন, বন্দর উপজেলায় ৩জন, সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ৫৭জন, রূপগঞ্জ উপজেলায় ২জন, সদর উপজেলায়(ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২১জন, সোনারগাঁও উপজেলায় ১৩ জন।নারায়ণগঞ্জ জেলায় মোট ৯৯ জন।