দুই হাজার প্যাকেট খাবার বিতরন করে শাহ ফয়েজ উল্লাহ  

414

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দুই হাজার প্যাকেট রান্না করা  খাবার বিতরন করে নারায়ণগঞ্জের কৃতিসন্তান শাহ ফয়েজ উল্লাহ।

১৮ জুন রোজ বৃহস্প্রতিবার বৃষ্টির পানি মাথায় নিয়ে দুই হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরন করা হয়। তার স্বেচ্ছাসেবক টিম নিয়ে তিনি নিজে শরের গলাচিপা ,মাসদাইর,এবং জামতলা এলাকায় অসহায়দের এ খাবার বিতরন করা হয়।

তিনি একজন ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক। নারায়নগঞ্জ জেলা যুবলীগের সাংস্মৃতিক সম্পাদক, সভাপতি-প্রমিজ মাদক বিরোধী সামাজিকও সাংস্মৃতিক সংগঠন, মেসার্স ফয়েজ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী হিসাবে প্রথমশ্রেনীর ঠিকাদার।

,