জীবনের ঝুঁকি নিয়ে অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণে এমপি খোকা

267

সোনারগাঁ প্রতিনিধিঃ করোনা ভাইরাসের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে অসহায়দের খাদ্য সামগ্রী  বিতরণ, করোনা রোগীর চিকিৎসা, দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত হয়ে কাজ করছে এম পি খোকা। মানবতার ফেরিওয়ালা নামে খ্যাতি অর্জন করেছে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

গতকাল বৃহস্পতিবার ১৮ জুন গভীর রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপারা চৌরাস্তায় দাড়িয়ে থেকে নিজ হাতে সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা দুই শতাধিক রিকশা, অটোরিকশা, সিএনজি, ভ্যান চালক ও শ্রমিকদের মাঝে খাদ্য উপহার সামগ্রী ও মাক্স বিতরন করে। বিতরণ কালে প্রত্যোক পথচারী ও ড্রাইভারদের সচেতনত হওয়ার পরামর্শ দেয় এম পি খোকা।

এ সময় এম পির সাথে উপস্থিত ছিল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব জাবেদ রায়হান জয়, জাতীয় পার্টি প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, আলমগীর কবির মেম্বার, মোঃ আলমগীর হোসাইন অপু,ফজলুল হক মাষ্টার,মো রাব্বি মিয়া ,মোঃ আবুবক্কর মিন্টু।

এছাড়াও সোনারগাঁয়ের প্রত্যোকটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক টিম করোনায় অসহায় পরিবারের মাঝে খাবার বিতরন,মাক্স বিতরন অব্যাহত রেখেছে।