অনলাইন সোনারগাঁ ডট কমের প্রকাশিত সংবাদের প্রতিবাদ

893

সময়ের চিন্তা ডট কমঃ ১৮ জুন ২০২০ তারিখে অনলাইন সোনারগাঁ ডট কমের প্রকাশির সংবাদ  “১ জুলাই থেকে রেস্টুরেন্ট কলাপাতা চাইনিজ এর শুভ সূচনা” এর  প্রতিবাদ করেছে প্রকৃত আসল মালিক মোমেন শিকদার ও মুকুল শিকদার। মোতাহার মাসুম নামের উদ্ধৃতি দিয়ে কলাপাতা রেস্টুরেন্টের যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সঠিক ও সত্য নয় বলে দাবী বর্তমান প্রকৃত মালিকদের। মোতাহার মাসুম বর্তমানে ২০২০ইং জানুয়ারি থেকে এই কলাপাতা রেস্ট্রুরেন্টের কেউ নয়, সে কোন অংশীদারই নয় আর কোন মালিকানার প্রশ্নই ওঠে না বলে দাবী করছে বর্তমান প্রকৃত মালিকগন। তারা আরও জানায়,“মোতাহার মাসুম কলাপাতা রেস্ট্রুরেন্টের কোন সংশ্লিষ্ট ব্যক্তি নয়, সুতারাং এ ধরনের সংবাদ প্রকাশ করা তার আইনত অধিকার বা বৈধতা ণেই। এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

বর্তমান প্রকৃত মালিকগন আরও জানায়, এই করোনা মহামারি ও দুর্যোগকালে ১ জুলাই থেকে রেস্টুরেন্ট কলাপাতা চালু করা প্রশ্নই ওঠেনা। যেখানে দেশের বিভিন্ন অভিজাত রেস্টুরেন্ট বর্তমান পরিস্থিতিতে বন্ধ সেখানে কলাপাতা রেস্টুরেন্ট আগামী কোরবানী ঈদের আগে চালু করার বিন্দু মাত্র সম্ভবনা ণেই। করোনা মহামারি সহনীয় বা নিয়ন্ত্রনে আসলে আগামী কোরবানী ঈদের পরে যে কোন সুবিধামত সময়ে পুনরায় চালু করা হবে ইনশাল্লাহ। সম্মানিত গ্রাহকদের কোনরূপ বিভ্রান্ত না হওয়ার জন্য সংবাদটি প্রকাশ করা হল। সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করছে কলাপাতা রেস্টুরেন্টের বর্তমান প্রকৃত মালিকগন।”