মৌলভীবাজার কমলগঞ্জে করোনার উপসর্গ নিয়ে  দুই বৃদ্ধের মৃত্যু

322

নাদিয়া আক্তার নিয়ারুন,কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামে করোনার উপসর্গ নিয়ে ওয়াহিদ মিয়া (৬০) ও প্রতিবেশী আলতা মিয়া (৬২) নামের দুই বৃদ্ধ মারা গেছেন। রমুজ মিয়া (৫৭) নামে অপর এক প্রতিবেশী বৃদ্ধ অসুস্থবস্থায় বাড়িতে আছেন। গ্রামের দুই প্রতিবেশীর মৃত্যু এবং অপর একজন অসুস্থ হওয়ায় ভানুবিল গ্রাম জুড়ে করোনা আতংক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শ্বাসকষ্ঠ,জ্বর নিয়ে ভানুবিল গ্রামের ওয়াহিদ মিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কমলগঞ্জ সদর হাসপাতালে ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে সেখান থেকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাবার পথে রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।শুক্রবার সকাল ৭টার দিকে জ্বর-কাশি,শ্বাসকষ্ট সমস্যা নিয়ে মারা যান ।মৃত্যুবরন কারী ওয়াহিদ মিয়ার সাথে থাকা প্রতিবেশী আলতা মিয়া।রমুজ মিয়া নামের অপপর প্রতিবেশী জ্বর,সর্দি-কাশিওশরীর ব্যাথা নিয়ে।অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।স্থানীয় ইউপি সদস্য মনিন্দ্র কুমার সিংহ জানান, আসলে দুইজনই বৃদ্ধ। অসুস্থ্য হয়ে মারা যান। তবে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর হয়েছে বলে মনে করছেন না। তবে এলাকার মানুষের সন্দেহ দুর করনের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি
কমলগঞ্জ উপজেজলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন,শুক্রবার দুপুরে কমলগঞ্জ স্বাস্থ্য বিভাগের নমুনা সংগ্রহ টিম সকাল ১১টায় তিনজনের নমুনা সংগ্রহ করেছে।