স্টাফ রিপোর্টারঃ সবাইকে চোখের জলে ভাসিয়ে পর পাড়ে পাড়ি জমালেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার বুলবুল আহাম্মদ। শুক্রবার সকাল সাড়ে ৭টায় হৃদয়ন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি….রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিয়াল্লিশ। তিনি স্ত্রী ও ১সন্তানসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। বুলবুল আহাম্মদের অকাল মৃত্যুতে তার পৈত্রিক নিবাস ঘারমোড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জীবদ্দশায় বুলবুল আহাম্মদ একজন সদালাপী-মিষ্টভাষী এবং ন্যায় পরায়ণ সমাজকর্মী ছিলেন। ব্যাক্তিগত জীবনে সে ৮নং ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পদে অত্যন্ত নৈতিকতার সাথে দায়িত্ব পালণ করে আসছেন।