করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৫,মোট মৃত্যু ১,৩৮৮

315

স্বাস্থ্য ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু হয়েছে এবং দেশে মোট মৃত্যু ১,৩৮৮ জন। নতুন শনাক্ত ৩,২৪৩ জন, মোট শনাক্ত ১,০৫,৫৩৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২,৭৮১ জন এবং মোট সুস্থ ৪২,৯৪৫ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানায়, গত ২৪ ঘণ্টায় ১৬,৩২৭ টি নমুনা সংগ্রহ করা হয়, ১৫,০৪৫টি নমুনা পরীক্ষা করে ৩,২৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়ে। মোট আক্রান্ত ১,০৫,৫৩৫ জন। শনাক্তের হার ২১ দশমিক ৫৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪৫ জন মারা গেছে, মোট মারা গেল ১,৩৮৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় সুস্থ হয়েছে ২,৭৮১ জন। এ পর্যন্ত মোট সুস্থ ৪২,৯৪৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৬৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর ২০১৯ইং চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় ৮ মার্চ এবং ১৮ মার্চ করোনায়  আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়।