সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কলাপাতা রেস্টুরেন্টের মালিকানা দাবীতে মোতাহার মাসুম সিকদার বিবৃতি প্রদান করছে।
২০ জুন শনিবার প্রতিবেদকের সাথে ফোনে কথা বলে মোতাহার মাসুম তার মনের ভাষ্য প্রদান করে। মাসুম ও প্রতিবেদকের কথোপকথন নিম্মরূপঃ
মাসুমঃ আমি কলাপাতা রেস্টুরেন্টের মালিক, আমি আমার মালিকানা সবকাগজপত্রাদি আপনাকে দিয়েছি।
প্রতিবেদকঃ এগুলি ২০১১ সনের কাগদপত্রাদি, বর্তমানের কাগদপত্র দিন।
মাসুমঃ আমার সবকিছু আছে, আপনাকে দিচ্ছি।
প্রতিবেদকঃ ঠিক আছে দিন
মাসুমঃ আমি ব্যাতিত কলাপাতা রেস্টুরেন্টের মালিকানা কাগজ কেউ দেখাতে পারবেনা, আমি চেলেঞ্জ করে বলবো, যদি কেউ কাগজ দেখাতে পারে তবে হাজির করুক।ভুলে গেলে চলবে না কলাপাতা রেস্টুরেন্ট সোনারগাঁয়ে একমাত্র ব্যান্ড যা বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয় হতে সন্দ প্রাপ্ত। একটি রাষ্ট্রীয় সনদ প্রাপ্ত প্রতিষ্ঠানের মালিকানা দাবি করা একেবারেই হাস্যকর।
প্রতিবেদকঃ একটি লগু রেজিস্ট্রেশন হলেই কি প্রতিষ্ঠানের মালিক হওয়া যায়
মাসুমঃ শিল্প মন্ত্রনালয়ের সনদ এটাই কলাপাতা রেস্টুরেন্টের জন্য যথেষ্ট, আর মামলার রায় আছে, ইলেকট্রিক বিল আছে, আদালতের ভাড়ার আপডেট রশিদ আছে।আর কি প্রমান লাগবে, সবই আমার আছে।
প্রতিবেদকঃ আপডেট কাগজগুলি কোথায়?
মাসুমঃ ট্রেড লাইসেন্স অফিসে আছে, আপডেট ট্রেড লাইসেন্স ছাড়াতো আদালতে মামলাই হবে না। আর কলাপাতা রেস্টুরেন্ট আমাদের পারিবারিক প্রতিষ্ঠান। এখানে এককভাবে কোন ব্যাক্তি এই প্রতিষ্ঠানের মালিকানা দাবী করার কোন সুযোগ নাই।আমরা ভাইবোন মিলেই ব্যবসা করে আসতেছি। কভিড-১৯ দুর্যোগের কারনে রেস্টুরেণ্ট বন্ধ তবে পরিস্থিভাল হলে আবার চালু হবে ইনশাল্লাহ।