বাবা-মাসহ করোনা আক্রান্ত বন্দরের জাতীয় দলের ক্রিকেটার অপু

274

বন্দর প্রতিনিধিঃ নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ বন্দর ফরাজিকান্দা এলাকার কৃতি সন্তান ও জাতীয় দলের  ক্রিকেটার নাজমুল ইসলাম অপু। গণমাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই স্পিনার

গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলো তিনি। সেখান থেকে আসার পর শরীর খারাপ হয়েছিলো তার । গত বুধবার করোনা পরীক্ষা করে। আজ (শনিবার) দুপুরেই রেজাল্টে  করোনা পজিটিভ এসেছে। বর্তমানে সে বাসায় আলাদা রুমে আছেন।