কমলগঞ্জে কৃষি উপকরণ সহায়তায় প্রণোদনার চেক বিতরণ

368

নাদিয়া আক্তার,কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধিঃ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচি-২০২০ পারিবারিক কৃষি আওতায় বিনামূল্যে ৯টি ইউনিয়নের ২৮৮টি মডেল সবজি পুষ্টি বাগান তৈরি করা উদ্দ্যেগ গ্রহণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ লক্ষ্যে উপজেলার নির্বাচিত কৃষকদের মধ্যে ১৯ ধরনের সবজি ২টি পেপের চারা উপকরণ সহায়তায় প্রণোদনার টাকার চেক বিতরণ করা হয়।

আজ সোমবার (২২)জুন সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হল রুমে কমলগঞ্জ উপজেলা কৃষি মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে কৃষি কর্মকর্তা আশরাফুল আলমের পরিচালনায়, উপকরণ সহায়তায় প্রণোদনার টাকার চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, ও সাংবাদিক বৃন্দ।