সময়ের চিন্তা ডট কমঃ সোনারগাঁয়ের বৈদ্যের বাজার ঘাট এলাকায় মেঘনা নদী ও মেঘনার শাখা নদ মারিখালি দখল করার অভিযোগে জামাই মোস্তফার প্রতিষ্ঠান ইউরো মেরিন শিপ বিল্ডার্স ও হেরিটেজ পলিমার এন্ড ভেজিটেবলস লিমিটেডকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
২২ জুন সোমবার দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বার্হী কর্মকর্তা সাইদুল ইসলাম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় মারিখালি নদে অবৈধভাবে খুটি স্থাপন করে দখল কালে ৪ জনকে আটক করা হয়। পরে আদালত পরিচালনা করে ওই প্রতিষ্ঠানের কর্মী আফজাল ও শরিফ মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অপর দুই শ্রমিককে মানবিক কারণে ছেড়ে দেয়া হয়েছে।
এলাকাবাসী জানায়, বৈদ্যেরবাজার এলাকায় জামাই মোস্তফা মালিকানাধীন ইউরো মেরিন শিপ বিল্ডার্স ও হেরিটেজ পলিমার এন্ড ভেজিটেবলস লিমিটেড নামক দুটি প্রতিষ্ঠান গত কয়েক দিন ধরে নতুন করে মেঘনা নদী ও মারিখালি নদে বাঁশের খুটি দিয়ে দখল করছে। এর আগেও এ প্রতিষ্ঠান দুটি মেঘনা নদী দখল করায় একাধিকবার জরিমানা ও উচ্ছেদের শিকার হয় এবং চারতলা বিল্ডিং ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
এলাকাবাসী জানায় মোটা অংকের টাকা দিয়ে স্থানীয় নেতা ও প্রশাসনকে হাত করে এ কাজ করে থাকে। প্রশাসন যদি উপযুক্ত ব্যবস্থা নিত তাহলে এই অপকর্ম বন্ধ হত।এই কোম্পানীর দখলের কারনে এলাকার নিরীহ মানুষ নদীতে নেমে গোসল করতে পারে না, রান্নার পানি আনতে পারে না। এ ব্যাপারে ভুক্তভোগীরা জেলা প্রশাসক ও মাননীয় এম পির হস্তক্ষেপ কামনা করে।
এব্যাপারে জামাই মোস্তফাকে তার মোবাইল ফোনে কল করলে তিনি কলটি ধরেনি।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানায়, বৈদ্যের বাজার ঘাট এলাকায় ইউরো মেরিন শিপ বিল্ডার্স ও হেরিটেজ পলিমার এন্ড ভেজিটেবলস লিমিটেড নামক শিল্প প্রতিষ্ঠান মেঘনা নদী ও মারিখালি নদ খল করার অভিযোগে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সকল কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে। তারপরও যদি প্রতিষ্ঠানটি অবৈধ ভাবে দখল কাজ করে তাহলে পরবর্তীতে প্রতিষ্ঠান সিলাগাল করে দেওয়া হবে।