ডাক্তারদের অমানবিক আচার-আচরণ, মানবতা আজ কোথায়?

386

স্বাস্থ্য ডেস্কঃ নারায়নগঞ্জের আল সাফা সিডনি ডাক্তারদের অমানবিক আচার-আচরনে ক্ষুব্ধ হয়ে সুষ্ঠ বিচারের দাবী জানিয়েছে। পাশাপাশি প্রশাসনের ও নারায়ণগঞ্জ-৫ এম.পি এ.কে.এম সেলিম ওসমানের হস্তক্ষেপ কামনা করেছে। এই করোনাকালে পুরো নারায়ণগঞ্জ জেলায় ঘটেছে অনেক অহরহ অমানবিক ঘটনা যা সোশাল মিডিয়া, বিভিন্ন পত্রিকা ও অনলাইন পর্টালে নারায়ঙ্গঞ্জবাসী দেখেছেন। আল সাফা সিডনির ফেসবুক স্টাটাস হুবহুব নীচে তোলে ধরা হলঃ

নারায়ণগঞ্জের প্রশাসনের এবং নারায়ণগঞ্জ-৫ এম.পি এ.কে.এম সেলিম ওসমান মহোদয় এর দৃষ্টি আকর্ষণ করছি।

মানবতা আজ কোথায়?

মানুষ অসুস্থ হলে ডাক্তারের নিকট যাবে এটাই বাস্তব!!এই সমাজে কিছু ডাক্তার আছে যারা নিজের প্রান দিয়ে মানুষের সেবা করে”আবার কিছু ডাক্তার আছে তারা শুধু নামে ডাক্তার কাজে না।আজ এমনই একটা ঘটনা ঘটেছে যার মাধ্যমে ডাক্তারদের উপর থেকে ভরসা উঠে যেতে বসেছে,আমাদের প্রিয় মুখ আল-সাফা-সিডনী (সভাপতি) ১৮ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ মহানগর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আজ তিনি তার শারীরিক অসুস্থতার কারনে তার মার সাথে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল ডাক্তারের কাছে যান।তখন সময় হয়েছিলো বেলা ১টা,তিনি যে চিকিৎসকের কাছে এসেছিলেন সে এবং তার মা সেই চিকিৎসকের কক্ষের সামনে সিলিপ নিয়ে দাড়িয়ে ছিলেন ঠিক তখনই সেই ডাক্তারের কক্ষের বাইরে অবস্থানকৃত কয়েকজন অজ্ঞাত লোক এসে তার মার থেকে সেই সিলিপটা চাইলেন।এরপর তার মা সেই লোক গুলোকে বললো যে আপনাদের কেনো দেখাবো আপনারা কি ডাক্তার নাকি?আমি এই সিলিপ সরাসরি নিয়ে ডাক্তার কে দেখাবো আপনাদের কে নয়!যখনই তার মা এই কথাটা বললো ঠিক তখন থেকেই তারা #সিডনী এবং তার মার সাথে খুবই খারাপ আচারন শুরু করে,একপর্যায়ে তারা দাকা-দাকি শুরু করেন ঠিক তখনই ডাক্তার তার কক্ষ হইতে বাইরে এসে সিডনী ভাইয়ের মার হাত থেকে সিলিপ টা নিয়ে কেটে দেয়,এবং সই ডাক্তার ও শুরু করে খারাপ ব্যবহার ওইসব অজ্ঞাত লোক দের সাথে।

পরে জানা যায় সেসব অজ্ঞাত ব্যাক্তি রা আর কেউ নন তারা সবাই অই ডাক্তারের ই চামচা””সেই ডাক্তারের নাম:মফিজউদ্দিন তিনি ভিক্টোরিয়া জেঃ হাসপাতালের ১০৫ নং কক্ষে বসেন।

এসব নোংরা মনের ডাক্তার দের ডাক্তার বলতেও লজ্জা লাগে

ছিঃ ছিঃ