সেলিম মিয়ার স্বরচিত কবিতা “অদৃশ্য বিজলি”

342

অদৃশ্য বিজলি

………… সেলিম মিয়া।

অদৃশ্য বিজলী মঞ্চে কেউবা কাঁদে কেউবা হাসে,

অসুস্থ দহনে, যাবেনা যান, যাবে; তবে ভাড়া দ্বিগুণ।

সুস্থ পরশের সৌরভ পেতে, হাসপাতালে ছুটে আর ছুটে।

সিট খালি নেই,তবে তদবিরে আছে, নেইযে অক্সিজেন।

তদবির নেই, হাসপাতাল থেকে হাসপাতালে ছুটোছুটি

পথে পথে ঘুরে, ব্যর্থ হয়ে, হতাশার-ঘোরে ঘরে-ফেরা।

সিট আছে, অক্সিজেন আছে, সেসব যে বেসরকারি

যাদের টাকা পয়সা আছে ভুরি ভুরি, শুধু তাদের জন্য ।

জননেত্রীর যথেষ্ট আন্তরিকতা,দায়িত্ব প্রাপ্ত দের ব্যর্থতা,

হে আল্লাহ তদবির নেই, টাকা নেই তাদের রক্ষা করো;

সুস্থ করে দাও, ঘরের মধ্যে রেখে,শুধু গরম পানি খেয়ে।