নিজস্ব প্রতিনিধিঃ নারায়নগঞ্জের ওসমান পরিবারের অন্যতম সদস্য আজমেরী ওসমানের জম্মদিনে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি ও সময়ের চিন্তা পরিবারের পক্ষ থেকে সাংবাদিক সুলতান মাহমুদ ও সেক্রেটারী শেখ ইকবাল হোসেন। নাসিম পুত্র আজমেরী ওসমানের উজ্জল ভবিষ্যত ও সাফল্য কামনা করে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন সহ র্দীঘায়ু কামনা করছি আমরা জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি ও সময়ের চিন্তা ডট কম পরিবারের সদস্যরা।
আজ ২৬ জুন, এই দিনে জন্ম হয়েছিল নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত এমপি জননেতা আলহাজ্ব নাসিম ওসমান ও তার সহর্ধমিনী পারভীন ওসমানের সংসারকে আলোকিত করেছিল এক ফুটফুটে নবজাতক পুত্র যার নাম আজমেরী ওসমান। র্ধামিক, আল্লাহ, রাসুল, পীর-পয়গাম্বরভক্ত নাসিম ওসমানসহ সমগ্র ওসমান পরিবারের মধ্যে সে দিন আনন্দের বন্যা বয়েছিল।
প্রয়াত নাসিম ওসমান বাস্তব জীবনে একজন ধর্ম ভীরু লোক ছিলেন । তিনি আল্লাহ তা’আলার র্নিদেশ ও নিয়মনীতিতে মেনে চলার চেষ্টা করছেন বরাবরই। এছাড়াও নবী রাসুলসহ খাজা হযরত মাঈনুদ্দিন চিশতী (র:) এর ভক্ত ও আশেকান ছিলেন। আর সেই সূত্র ধরেই তার একমাত্র ছেলের নাম রাখেন আজমেরী ওসমান।