বন্দর প্রতিনিধিঃ বন্দর উপজেলায় কর্মরত সকল এন জিও এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থা এবং ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারী করেছেন বন্দর ইউএনও শ্লুকা সরকার।
আগামী সেপ্টেম্বর ২০২০ ইং পর্যন্ত কোন গ্রাহককে ঋণের কিস্তি আদায়ের জন্য চাপ দেওয়া যাবেনা। সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্য কিস্তি বকেয়া দেখানো যাবেনা। সেপ্টেম্বর পর্যন্ত কিস্তি দিতে না পারলেও গ্রাহককে খেলাপী হিসেবে তালিকাভুক্ত করা যাবেনা। তবে কোন সামর্থ্যবান গ্রাহক যদি সম্পূর্ণ নিজের ইচ্ছায় ঋণের কিস্তি পরিশোধ করতে চায় তা আদায় করা যাবে কিন্তূ সামর্থ্যবান গ্রাহকের কিস্তি পরিশোধের বিষয়টি অন্যান্য গ্রাহকদের কাছে উদাহরণ হিসেবে উপস্থাপন করে অসামর্থ্য গ্রাহকদের কাছ থেকেও এই ভয়াবহ দুর্দিনে কিস্তি আদায়ের হীন চেস্টা করা যাবেনা।
বিষয় টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আমরা মিডিয়ার সহযোগিতা কামনা করছি। মানুষ চলমান করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে খুব কস্টে আছে তাই মানুষ কে কিছুটা স্বস্তি দিতে সরকারের এই মহৎ উদ্যোগটি বাস্তবায়ন করা জরুরী।
কোথাও কোন সংস্থা অহেতুক কিস্তির জন্য চাপ প্রয়োগ করলে আমাদের কন্ট্রোল রুমে কল করে বিস্তারিত ঠিকানা সহ জানানোর জন্য অনুরোধ করছি। ( ০১৬৮৪৫৫৩১৫৬ এবং ০১৯১৬০৪৩৩৮২)