স্থানীয় প্রশাসনের নির্দেশ অমান্য করে জোরপূর্বক ড্রেন নির্মাণের কাজ অব্যাহত

397

সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁয়ের স্থানীয় প্রশাসনের নির্দেশ অমান্য করে জোরপূর্বক ড্রেন নির্মাণের কাজ অব্যাহত রেখেছে চৈতি কম্পোজিট লিমিটেডের মালিক পক্ষ। নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার টিপরদীতে অন্যের জমিতে জোরপূর্বক ড্রেন নির্মাণের কাজ করছে বলে অভিযোগের সত্যতা পেয়ে চৈতি গ্রুপ নামে একটি কোম্পানির ড্রেন নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

জানা যায়, পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশারফ এর মাধ্যমে জমির মালিক পক্ষের পরিবারের লোকদের বিভিন্ন ভয়ভীতি হুমকি দিয়ে তাদের জমিতে ড্রেন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।

সুত্রমতে, ২২ জুন সোনারগাঁ থানার ইউএনও সাইদুল ইসলাম কোম্পানীর ড্রেন নির্মাণ করার জায়গা পরিদর্শন করেন এবং যেই স্থান দিয়ে ড্রেন নির্মাণ করছে তাদের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে সোনারগাঁ নির্বাহী কর্মকর্তা বলেন, আদেশ অমান্য করে কাজ করছে এটা আমি জানি না, করলে আইনত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে চৈতি কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালামকে কল করে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে চৈতি কম্পোজিট লিমিটেডের ডিজিএম বদরুল জানান, আমরা কোন ময়লাপানি বাহিরে ফেলিনা, আমাদের ইটিভি প্লান আছে, আমাদের কারখানার পানি জীবানুমুক্ত করে তারপর ফেলি। আমাদের চারপাশে আরও অনেক কারখানা আছে তাদের ময়লা পানি হবে। আপনারা প্রয়োজনে এসে দেখতে পারেন।

জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক সুলতান মাহমুদ সোনারগাঁ উপজেলা সভাপতি এডভোকেট সফর উদ্দিন সবুর ও সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেনকে চৈতি কম্পোজিট লিমিটেড ও দুষিত এলাকা পর্যবেক্ষন করার জন্য নির্দেশ দিয়েছেন। নারায়নগঞ্জ জেলা সভাপতি ফ্রি থাকলে তিনিও যেতে পারেন এ পর্যবেক্ষনে।