নিজস্ব প্রতিনিধিঃ ২৫ জুন বৃহস্পতিবার বেলা ১৩১০ ঘটিকায় নতুন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম পিবিজিএম, পিবিজিএমএস র্যাব ১১ এর দায়িত্বভার গ্রহণ করেন এবং সদ্য বিদায়ী অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএম, পিবিজিএমএস নতুন অধিনায়কের কাছে দায়িত্বভার অর্পণ করেন। বিদায়ী অধিনায়ক সরকারি নিয়মিত বদলী আদেশ বলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক হিসেবে বদলি হন।