নির্মল বৈরাগীঃ গোপালগঞ্জ জেলার, কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামের শ্রী সুব্রত ঠাকুর(বর্তমান কাশিয়ানী উপজেলার সুদক্ষ চেয়ারম্যান এবং শ্রী শ্রী পতিত পাবন হরিচাঁদ ঠাকুরের উত্তরসূ্রী)করোনার রিপোর্ট ১২/০৬/২০২০ইং পজিটিভ আসে। পজিটিভ আসার পর থেকে তিনি নিজ গৃহে চিকিৎসা সেবা নেয়। ঠাকুরের অশেষ কৃপা এবং কোটি কোটি ভক্তদের আশির্বাদে আজ তিনি সম্পূর্ন সুস্থ।শ্রী সুব্রত ঠাকুর নমুনা পরিক্ষা করা হলে২৬/৬/২০২০ইং তারিখে তার রিপোর্ট নেগেটিভ আসে,আর এ নেগেটিভের সংবাদটি ভক্তমহলে প্রকাশ হলে কোটি কোটি ভক্তদের মনে শান্তি ফিরে আসে। জানা যায় তিনি দেশে করোনার প্রাম্ভে কাশিয়ানী উপজেলার জনগনের মাঝে সরকারের দেওয়া অনুদান নিজে দ্বায়িত্বে পৌছিয়ে দিয়ে আসেন।এছাড়াও নিজ তহবিল থেকে গরীব অসহায় মানুষকে সাহায্য করে আসছিলেন।ধারনা করা হয় মানুষের দ্বারে দ্বারে এবং বিভিন্ন সময় বিভিন্ন বাজার মনিটারিং করতে গিয়ে তিনি কোভিট-১৯ এর পজিটিভ আসে। বর্তমানে তিনি এবং তার সহধর্মণী(সমাপ্তি ঠাকুরানী)সম্পূর্ন কোভিট-১৯মুক্ত।জয় হরিচাঁদ জয়গুরু চাঁদ।