রতন দে,কালকিনি প্রতিনিধিঃ মহামারী নোবেল করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরুত্ব বজায় রাখতে শুধুমাত্র সদস্যদের নিয়ে আজ(সোমবার) সকালে কালকিনি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ১০ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কালকিনি উপজেলা প্রেসক্লাবের। এতে সকলের সম্মতিক্রমে ৬ষ্ঠ বারের মতো মিজানুর রহমান( দি নিউ ন্যাশন)কে সভাপতি ও ১০ম বারের মতো ইকবাল হোসেন(বিজয় টিভি, চ্যানেল-এস টিভি,৭১নিউজ.টিভি, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক ইনকিলাব, দি বাংলাদেশ টুডে ও দৈনিক সুবর্ণগ্রাম)কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটিতে বি.এম হানিফ( দৈনিক আলোকিত বাংলাদেশ) ও খন্দকার শামীম হোসাইন( দৈনিক আমাদেরসময়)কে সহ-সভাপতি, রতন দে(দৈনিক আলোকিত সকাল) ও সাহাদাত হোসেন ওয়াসিম( দৈনিক স্বদেশ প্রতিদিন)কে যুগ্ম-সাধারন সম্পাদক, মুজিবুল হায়দার রাজ্জাক(সাপ্তাহিক কালকিনি বার্তা)কে সাংগঠনিক সম্পাদক, রিফাত উল্লাহ(সাপ্তাহিক কালকিনি বার্তা)কে সহ-সাংগঠনিক সম্পাদক, সঞ্জয় সরকার( সাপ্তাহিক গণবার্তা)কে কোষাধ্যক্ষ, শেখ লিয়াকত আহম্মেদ(চ্যানেল এস)কে প্রচার, আবু তাহের খান (দৈনিক রুপালি দেশ)কে দপ্তর ও রাজু আহম্মেদ (দৈনিক বরিশাল প্রতিদিন)কে সমাজসেবা বিষয়ক সম্পাদক করা হয়েছে। কমিটিতে কার্যকরী সদস্য করা হয়েছে মোঃ মনিরুজ্জামান( সাপ্তাহিক আলোকিত সময়), আনোয়ার হোসেন( দৈনিক অর্থনীতি প্রতিদিন), খোরশেদ আলম(দৈনিক খবরপত্র), মাহমুদুর রহমান ইরান(সাপ্তাহিক মাদারীপুর কণ্ঠ), আফরিন( দৈনিক আজকালের খবর), ওলিউর রহমান সানি( সাপ্তাহিক একুশ দর্পণ) ও সাকিবুল ইসলাম খলিল(সাপ্তাহিক সংবাদ সপ্তাহ)কে।