শপিংমল খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা

280

নিজস্ব প্রতিনিধিঃ ম’হামা’রি করোনা সংক্র’মণ প’রিস্থিতিতে ৩ আগস্ট পর্যন্ত সীমিতভাবে সরকারি-বেসরকারি অফিস চলমান থাকবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও (বাস, লঞ্চ ও ট্রেন) চালু থাকবে। মঙ্গলবার (৩০ জুন) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, এ সময়ে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। এর আগে, সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত শপিংমল খোলা ও বন্ধের নির্দেশনা ছিল। বিস্তারিত আসছে… আরও পড়ুন………আসন্ন ঈদ-উল-আজহা পর্যন্ত চলাচল সীমিত রেখে নতুন প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যার পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বাংলানিউজকে বলেন, ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত আগের মতো চলাচল সীমিত রেখে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে।

ঈদে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুরহাট বসানোর পাশাপাশি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা হবে। আগে দোকানপাট খোলা ছিল বিকেল ৪টা পর্যন্ত।আরো পড়ুন: সেলুন খোলার আনন্দে ১০ ভরি সোনার কাঁচি দিয়ে চুল কাটলেন নাপিত! করোনা ভা’ইরাসের কারণে লকডাউনে একটানা ৯৮ দিন বন্ধ ছিল সেলুন। অবশেষে আজ থেকে সেলুন এবং পার্লার খোলার অনুমতি মিলেছে৷

আর দীর্ঘ দিন পর দোকান খোলার আনন্দে ভারতের মহারাষ্ট্রের এক সেলুন মালিক প্রথম গ্রাহকের চুল কাটার জন্য সোনার কাঁচি তৈরি করে এনেছিলেন৷১০ ভরি সোনা দিয়ে কাঁচিটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ওই সেলুন মালিক৷ জানা গেছে, মহারাষ্ট্রের কোলহাপুরের একটি সেলুনের মালিক এই কাণ্ড ঘটিয়েছেন৷ সেলুন মালিক রামভাউ সঙ্কপাল তিন মাস পরে দোকান খোলায় এতটাই খুশি যে গ্রাহককে ভগবান রূপে মনে করে সোনার কাঁচি দিয়ে চুল কাটার সিদ্ধান্ত নেন৷