নাদিয়া আক্তার নিয়ারুন, কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জন। গত ২৮ এপ্রিল উপজেলায় প্রথম রোগী শনাক্ত হয়েছিল। তবে এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। আর করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন একজন বৃদ্ধ চা শ্রমিক। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা যায়।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ জানা, গত মঙ্গলবার (৩০ জুন) রাতে প্রাপ্ত ২৪ ঘণ্টার ফলাফলে কমলগঞ্জ উপজেলায় একজন উচ্চবিদ্যালয় শিক্ষকসহ ১২ জন করোনা শনাক্ত হয়েছে। কমলগঞ্জে এটিই একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত রোগী। মুন্সীবাজারের একটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (৫০) সহ ১২ জন করোনা শনাক্ত হলেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, ২৪ ঘণ্টায় কমলগঞ্জে এক সাথে ১২ জন করোনা শনাক্ত এই প্রথম। করোনা পজিটিভ হওয়ার রোগীদের সবার বাড়ি লকডাউন করে আইসোলেশনে রাখা হয়েছে। তিনি আরও বলেন, এ পর্যন্ত কমলগঞ্জে মোট ৫৭ জন করোনা শনাক্ত হয়ে সুস্থ হয়েছেন ৩১ জন। আর এক ব্যক্তি করোনায় মৃত্যুবরণ করেছেন।