নির্মল বৈরাগীঃ গোপালগঞ্জ জেলার, মুকসুদপুর উপজেলার ৭নং ভাবড়াশুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং সাবেক মুকসুদপুর উপজেলার ছাত্রলীগের সভাপতি রিফাতুল আলম মুছা ৬/০৭/২০২০ইং সকালে কভিড-১৯ পজিটিভ আসে। জানা যায় তিনি চেয়ারমানের দ্বায়িত্ব সুনিপন ভাবে শুরু থেকেই পালন করছেন। যার করনে শুধু ভাবড়াশুর ইউনিয়নের জনগনই না সমস্ত মুকসুদপুরে জনগন তাকে মন থেকে ভালবাসেন। তিনি দেশে করোনার মহমারীর প্রাম্ভে থেকে সরকারী অনুদান তথা নিজের অর্থায়ন থেকে অনুদান ভাবড়াশুর ইউনিয়নের সকল অসহায় মানুষের দ্বারে দ্বারে নিজের হাতে পৌছিয়ে দিতেন। তাছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন বাজার মনিটারিং করতেন যার কারনে কখন কিভাবে তার শরীরে করোনা ভাইরাস প্রবেশ করেছে নিজেও জানতে পারেন নি। বর্তমানে তিনি নিজ গৃহে থেকে কভিড-১৯ চিকিৎসা সেবা নিচ্ছেন। ধারনা করা হচ্ছে জনগনের দোয়ায় এবং আল্লাহ পাকের মেহেরবানীতে তাড়াতাড়ি সুস্হ হয়ে যাবেন।