ছবি ঘরজীবন যাপনঢাকা বিভাগপ্রধান সংবাদফতুল্লাবিশেষ প্রতিবেদন স্বাস্থ বিধি মেনে সীমিত আকারে কোর্ট চালুর জন্য মানববন্ধন 457 হাসান, সময়ের চিন্তাঃ স্বাস্থ বিধি মেনে সীমিত আকারে কোর্ট চালুর জন্য মানববন্ধন করেন নারায়ণগঞ্জ জেলার আইনজীবিগন। আজ ০৭ জুলাই সোমবার সকালে নারায়ণগঞ্জ আদালদ প্রাঙ্গণে এই মানববন্ধন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ আইনজীবি সমিতির আইনজীবিগন।