ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুপক্ষের সংঘর্ষে আহত ৫০

253

নিজস্ব সংবাদ দাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাতে ও বুধবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে দুই দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাটানিশার গ্রামের ওলি গোষ্ঠী ও বজলু গোষ্ঠীর লোকজনের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সকালে আবারও উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। দুই দফায় এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।