কমলগঞ্জে ধলাই ব্রিজের পাশে গাছের কারণে ঘটতে পারে দুর্ঘটনা

335

নাদিয়া আক্তার নিয়ারুন, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় শমশেরনগর শ্রীমঙ্গল সড়কের পৌর এলাকাধীন ভানুগাছ বাজারের নিকটে। ২৬ তম ধলাই সেতু আর এ সেতুর বাঁক এলাকায় রয়েছে বড় কয়েকটি খেজুর গাছ, ও গাছের ডালপালা এছাড়াও রাস্তার পাশে বড়ধরনের ঝোপঝাপের  অভাব নেই। দেশে থেমে নেই সড়ক দুর্ঘটনা, প্রতিনিয়তই সড়কে ঝরছে প্রাণ। গাছের ডালগুলো ও ঝোপঝাপ ছাটাই  না করার কারণে। সড়ক জনপদ পরিবহন  কর্তৃপক্ষের  এমন অবহেলায় এই সেতুর কাছে  গত কয়েক বছরে  কয়েকটি বড় দুর্ঘটনাও ঘটেছে। গত কিছুদিন আগেও ব্রিজের কাছের কয়েক টি নিরাপত্তা খুটি ভেঙে একটি গাড়ি ব্রিজের পাশে রাস্তা থেকে নিচে ছিটকে পড়ে। তারপরে উক্ত স্থানে দুর্ঘটনা প্রবন সংকেত মূলক সাইনবোর্ড নির্মাণ করা হয়নি। ফলে এই বাক এলাকায় ভানুগাছ থেকে শমশেরনগর মুখি  গাড়ি এবং শমশেরনগর থেকে ভানুগাছ মুখি গাড়ি উক্ত এলাকায় মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে । এক ধরনের ঝুঁকির মুখে গাড়ি চালকরা স্থানটি অতিক্রম করছেন। (১০ জুলাই) শুক্রবার দুপুরে এ প্রতিনিধির সাথে আলাপকালে মোটরসাইকেল আরোহী রুহেল মিয়া  জানান, কখন যে দুর্ঘটনা ঘটে বলাই মুশকিল, সিএনজি চালক আহাদ মিয়া বলেন, দিনের বেলা ব্রিজের উপর থেকে গাছগুলোর কারণে সেদিক থেকে গাড়ি আসছে কি আসছে না দেখা যায় না রাতে পরিপূর্ণ ঝুঁকি নিয়ে এ স্থানটি পাড়ি দিতে হয়। কমলগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মুঠোফোনে আলাপে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এখানে আরোও দুর্ঘটনা ঘটতে পারে। পৌর মেয়র জুয়েল আহমদ বলেন, বিষয়টি মৌলভীবাজার জেলা সড়ক ও জনপথ বিভাগকে জানানো হবে। মৌলভীবাজার জেলা সড়ক ও জনপদের সহকারি প্রকৌশলী আরিফ হোসাইন বলেন, ব্রিজের  বাঁক  এলাকায় লাগানো গাছ গুলো ব্যক্তি মালিকানাধীন হতে পারে, দেখে দুই-একদিনের ভিতরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।