ফেসবুকে [সোনারগাঁও] গ্রুপের যাত্রা শুরু

362

সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁ উপজেলা কর্মকর্তা সাইদুল ইসলামের তত্ত্বাবধানে ফেসবুকে [সোনারগাঁও] গ্রুপের যাত্রা শুরু করেছে। ইউএনও এর ফেসবুকে স্ট্যাটাসটি হুবহুব নীচে তোলে ধরা হলঃ

হ্যালো সোনারগাঁ বাসি

স্বাগতম জানাই আপনাকে আমাদের এই গ্রুপে!

নাম শুনেই বুঝতে পারছেন কাদের উদ্দেশ্যে গ্রুপ তৈরি!

জ্বী তরুণ প্রজন্ম নিয়েই আমাদের এই গ্রুপ!

আমরা সবাই জানি প্রতিটি মানুষই নিজের অস্তিত্বে একটু ভিন্ন ই হয়!

সেহেতু প্রত্যেকের মাঝে ভাবনা চিন্তারাজ্যের পার্থক্য পরিলক্ষিত হয়!

যেগুলো একান্ত মনের ক্যানভাস থেকে জেগে ওঠা!

আর সেই ভাবনা গুলো আমরা শেয়ার করতে পারি আমাদের এই [সোনারগাঁও] গ্রুপে। এছাড়া সোনারগাঁয়ের যেকোন সুযোগ সুবিধা, অপরাধ, মজার বিষয়, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার মত কোন বিষয় ও এই প্লাট ফর্মে জায়গা পাবে।

যেহেতু নিয়মানুবর্তিতা জীবনের সকল আদর্শের মূল, সেহেতু সবারই জেনে রাখা উচিৎ গ্রুপের নিয়ম-কানুন গুলো!

কিছু সাধারণ নিয়মাবলী,,,

১। কোন ধরনের বাজে পোস্ট বা স্প্যাম করা যাবে না!

২। হার্ড কোর ১৮+ যেকোন পোষ্ট সম্পূর্ণ নিষিদ্ধ!

৩। গালি-গালাজ করা যাবে না!

৪। কোন প্রকার উসকানিমূলক সাম্প্রদায়িক বা রাজনৈতিক পোষ্ট এবং মন্তব্য করা যাবে না!

৫। গ্রুপে কোনো ডকুমেন্ট বা ফাইল থাকলে ঐ ডকুমেন্ট দাতার অনুমতি ছাড়া ইডিট করা যাবে না!

৬। অন্য কোনো পেজ বা গ্রুপের বিজ্ঞাপন দেওয়া যাবে না!

৭। অন্য ধর্ম কে কটাক্ষ করা যাবে না, সবাই নিজের ধর্ম ই ভালবাসে এটাই স্বাভাবিক! তাই, যেকোন ধর্মীয় বিষয় নিয়ে লাইক জরিপ করা যাবে না!

৮। কেউ নিজের কোন ছবি ছাড়লে ক্যাপশন দিবেন অন্যথায় পোষ্ট ডিলিট করা হবে!

৯। কোন এডমিন বা মেম্বার কে কটাক্ষ করে কোন কথা বলা যাবে না!

★★★ উপরের যেকোন একটা নিয়ম ভাঙ্গলেই গ্রুপ থেকে বিনা নোটিশ এ ব্যান করা হবে ★★★

গ্রুপে যা যা করা যাবে:-

১। ধর্ম-বর্ন নির্বিশেষে মনের কথা শেয়ার করতে পারবেন!

২। রুচিশীল বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন!

৩। প্রয়োজনীয় শিক্ষামূলক বা জনসার্থমূলক যেকোন তথ্য শেয়ার করতে পারবেন!

৪। জরুরী হেল্প পোষ্ট শেয়ার করতে পারবেন!

সবাইকে অনেক ধন্যবাদ,,

নিজে সুস্থ থাকুন, ভাল থাকুন, সাথে আশে পাশের অন্যদেরকে ভাল রাখতে চেষ্টা করুন!

বিঃ দ্রঃ গ্রুপে কোন সমস্যায় পড়লে এডমিনদের ম্যানশন করুন! সমস্যা গুলোর সমাধান করতে অবশ্যই আমরা বাধ্য থাকিব।

(ধন্যবাদ)

(Thanks) (And Stay With Us)