“জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা হলেন আমাদের পিতার মত”-এমপি খোকা

424

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেছেন, ‘জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা হলেন আমাদের পিতার মত। আমি সবসময় তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের জন্য দোয়া করি। তাদের কেউ মারা গেলে আমার মনে হয় আমি যেন আমার পিতাকে হারালাম।’ শুক্রবার বিকালে সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রয়াত মুক্তিযোদ্ধাদের রূহের মাগফিরাত কামনায় এবং জীবিত মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকা এসব কথা বলেন। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী নারায়ণগঞ্জের যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার আমিনুর রহমান, সাবেক এমপি পুত্র বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন (কচি বাবু) ও ডা. আজগর আলী সহ গত দুই মাসে সোনারগাঁয়ের যে ১০ জন মুক্তিযোদ্ধা বিভিন্ন রোগে ও বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেছেন তাদের রূহের মাগফিরাত কামনায় সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদ্য সাবেক কমান্ডার সোহেল রানা ও সদ্য সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার (অর্থ) আব্দুল বাতেন মোল্লা, দেওয়ান উদ্দিন চুন্নু, জাহিদ হোসেন খোকা, সেলিম রেজা, মহিউদ্দিন আহম্মেদ মহি, মফিজুল ইসলাম খাঁন, প্রবীন মুক্তিযোদ্ধা সামসুল হক, শাহজাহান মিয়াসহ সকল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল, হাজী জাবেদ রায়হান, সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহŸায়ক বিল্লাল প্রধান, সদস্য সচিব মাহফুজুর রহমান সহ অত্র কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।