পূর্ব শত্রুতার জের ধরে উপজেলা যুবলীগের সহ সভাপতি ও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কুপিয়ে জখম

494

মোক্তার হোসেন, সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে উপজেলা যুবলীগের সহ সভাপতি ও বারদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমিনুল ইসলামকে (৪৫) কুপিয়ে জখম করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী হাবু।

১১ জুলাই রোববার ১২ টার দিকে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের শান্তিরবাজার এলাকায় এ ঘটনায় ঘটেছে। আহত আমিনুল ইসলাম বারদী ইউনিয়ন পরিষদের গোয়ালপাড়া এলাকার সালাহ উদ্দিনের ছেলে। এলাকাবাসী আহত আমিনুল ইসলামকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এলাকাবাসী জানায়, উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের শান্তিরবাজার এলাকায় হাবু ডাকাত, হাবু ডাকাত ছেলে আশিক, শাহ জালাল, ডালিম সহ ৭/৮ জনে আমিনুল ইসলামকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।

ঘুরতর আহত আমিনুল ইসলামকে কল করে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।