স্বাস্থ্য ডেস্কঃ ডাক্তারি পেশার মত সেবামূলক একটি মহান পেশা কে কলঙ্কিত করা সাবরিনা গ্রেপ্তার হওয়ায় স্বস্তি বোধ করছি কিন্তু নাটের গুরু শাহেদ, পৃষ্ঠপোষক আবুল কালাম আজাদ , নগদ নারায়ণ পাওয়া লেবাসধারীরা বহাল তবিয়তে যার যার অবস্থানে অটুট থাকবে অতঃপর কখনো কখনো শেখের বেটি জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদেরটাই বহাল রাখবে এটা অন্তত মেনে নিতে পারি না। কেঁচোর সাথে সাথে সাপগুলিকেও টেনে হেঁচড়ে বের করে আনতে হবে যাতে করে অন্য কেউ এজাতীয় কাজ করতে দুঃসাহস না দেখায়। জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবী করছে।