করোনায় নারায়ণগঞ্জে  ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩ মোট ৫৫৬২

371

স্বাস্থ্য ডেস্কঃ নারায়ণগঞ্জে গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৩ জন। সব নিয়ে নারায়ণগঞ্জ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫৬২ জনে।

রোববার (১২ জুলাই) সকালে নারায়ণগঞ্জ  জেলা সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় গোটা জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২০২ জনের। এ পর্যন্ত ২৮ হাজার ৩৭২ জনের নমুনা নেয়া হয়েছে।

জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম জানিয়েছেন, এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৪৮৫৯ জন।