নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটি যাত্রা শুরু। সাংবাদিক সুলতান মাহমুদ সভাপতি ও নুরে আলম আকন্দকে সদস্য সচিব করে ৯ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
১৪ জুলাই রোজ মঙ্গলবার চাষাড়া আবেদীন ভিলা ৪র্থ তলা সংগঠনের কার্যালয়ে এই কমিটির ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেনঃ ১)তৌকির আহমেদ রাসেল ২) কামাল প্রধান ৩)আয়েশা জান্নাত ৪)জি কে রাসেল ৫) জুম্মন সোহেল ৬) খাদিজা আক্তার ভাবনা ৭) মোক্তার হোসেন ৮) মোঃ আনোয়ার হোসেন ৯) নুর নবী জনি ।