এভাবেই আসবে আলো মানুষ মানুষের জন্য

224

কপিল উদ্দিন রাজুঃ ঘটনাটি আনুমানিক ২/৩ দিন আগের হবে। পঞ্চগড় এক্সপ্রেসে পঞ্চগড় থেকে একজন ভদ্রমহিলা ঢাকা যাচ্ছিলেন। সাথে তার অনুমান ১০/১২ বছরের একটি ছেলে।

পথিমধ্যে ট্রেনটি সান্তাহার জংশনে পৌছালে মায়ের জন্য খাবার আনতে ছেলেটি ট্রেন থেকে নেমে পাশের খাবার হোটেলের দিকে যায়।

কিন্তু ছেলেটি যতক্ষণে স্টেশনে আসে ততক্ষণে আর ট্রেন প্লাটরমে নেই। ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

এদিকে ছেলেকে হারিয়ে ট্রেনে অবস্থানরত তার মায়ের কান্নাকাটি দেখে আরএনবির ট্রেন স্কট পার্টি ভদ্র মহিলাটির কাছে আসলে, তিনি তার ছেলের ব্যাপারে সবকিছু খুলে বলেন।

এরপর আরএনবি ট্রেন স্কট পার্টি সাথে সাথে চীফ ইন্সপেক্টর/আরএনবি/সান্তাহার (জি) জনাব Gias Uddin স্যার কে সব জানায়।

এরপর চীফ ইন্সপেক্টর/আরএনবি/সান্তাহার সাথে সাথে প্লাটফরমে ডিউটিরত আরএনবি স্টাফদের সহযোগীতায় ছেলেটিকে খুজে এনে মোবাইলে তার মায়ের সাথে কথা বলিয়ে দেন এবং তাকে কমলাপুর রেলস্টেশনে নেমে ছেলের জন্য অপেক্ষা করতে বলেন।

এরপর চীফ ইন্সপেক্টর/আরএনবি/সান্তাহার পরবর্তী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেস ট্রেনে ছেলেটিকে দায়িত্বরত আরএনবি ট্রেন স্কট পার্টির ইনচার্জ হাবিলদার S.H. Sohag এর নিকট তুলে দেয় তার মায়ের কাছে পৌছে দেয়ার জন্য।

পরের দিন ছেলেটিকে ঢাকা কমলাপুরে সারারাত নির্ঘুম অপেক্ষায় থাকা তার মায়ের কাছে তুলে দেয়া হয়।