হাসান আল মামুনঃ ৮.৫ কেজি গাঁজা সহ তিনজন আসামী গ্রেপ্তার করেছে হাইওয়ে পু্লিশ। হাইওয়ে পু্লিশ বগুড়া জোনের পুলিশ সুপার জনাব মোঃ শহীদ উল্লাহের তথ্যের ভিত্তিতে ও নির্দেশে অভিযান চালিয়ে ৩ জন মাদক ব্যবসায়িকে আটক করে। হাটিকুমরুল হাইওয়ে থানা কতৃক সাড়ে আট কেজি গাজাঁ সহ ১ টি পিকআপ ও তিন জন আসামী আটক করা হয়েছে। হাইওয়ে থানার ওসি জানায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।