বিশেষ প্রতিনিধিঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক গত ১৬ জুলাই ২০২০ তারিখ রাত্রি ০৯ টা ৩০ মিনিটে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঠাল বাড়ীয়া এলাকায় অপারেশন পরিচালনা করে।
উক্ত অভিযানে, মাদক ব্যবসায়ী ১। মোঃ রাশেদ মিয়াজী (২৪) পিতা-মোঃ খোরশেদ আলম, সাং-শ্রীপুর (৩নং ওয়ার্ড), থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা ২। মোঃ শাহজাহান মিয়া (২২) পিতা-শাহিদ মিয়া, সাং-বিশরাবাড়ি (১নং ওয়ার্ড), থানা-কসবা, জেলা-বি-বাড়িয়াদ্বয়কে, ৩৯ কেজি গাঁজা, ০১ টি পিকআপ, ০২ টি মোবাইল, ০৩ টি সীমকার্ড, নগদ ৯,০০০/-টাকাসহ গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ী মোঃ রাশেদ মিয়াজী ও মোঃ শাহজাহান মিয়া মাদকদ্রব্য গাঁজাগুলি নাটোর জেলার হইতে সংগ্রহ করিয়া রাজশাহীর জেলার গোদাগাড়ীতে বিক্রয় করার উদ্দেশ্যে পিকআপ যোগে যাইতেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি অপারেশন দল রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঠাল বাড়ীয় গ্রামস্থ আল্লাহর দান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে রাজশাহী টু নাটোরগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা মাদক ব্যবসায়ীদের ধৃত করে। ধৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।