১২নং ওয়ার্ডবাসীকে সচেতন হয়ে কোরবানী করার আহবান

325

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু বলেছেন, এবারের কোরবানী ঈদ অন্যান্য বারের থে‌কে একটু সর্তকতার সাথে পালন করতে হবে। গতবছর কোরবানী ঈদে ছিল ডেঙ্গু মহামারী আতংক,আর এবার নভেল করোনা ভাইরাসের আতংক। তাই ১২নং ওয়ার্ডবাসীর প্রতি আহ্বান থাক‌বে স্বাস্থ্য সম্মতভা‌বে এবং সাবধানে কোরবানী ঈদ পালন করার জন্য। পশু কোরবানী করার সময় করোনা ভাইরাসের সংক্রমন রোধে সকলকে সরকারী স্বাস্থ্যসম্মত নিয়ম পালন করতে হবে।

তিনি আরও বলেন, পবিত্র ঈদুল উল আযহার দিন যেখানে সেখানে পশু জবাই করা যাবে না। নারায়ণগঞ্জ সি‌টি ক‌র্পো‌রেশ‌ন কর্তৃক নির্ধারিত স্থানে পশু জবাই করতে হবে। পশু জবাইয়ের রক্ত ও বিভিন্ন বর্জ্য নিষ্কাশনে নাসিক ও আমাদের টিম কুইক রিসপন্স-১২ সদস্যরা প্রস্তুত রয়েছে। যারা কোরবানী করবেন তাদের প্রতি আহ্বান, কোরবানীর কারণে ওয়ার্ডের জনগণকে যেন কোনভাবে ভোগান্তির শিকার  না হয়।

২৭ জুলাই সোমবার দুপুর ২টায় নাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় প্রাঙ্গণ থেকে ৫০০ পরিবারের মধ্যে ৪০০ গ্রামের প্রাণ ফুল ক্রিম গুড়ো দুধ, লাচ্ছা সেমাই, চিনি ও লতা সেমাই প্রদান কালে শকু একথা বলেন।

করোনা ভাইরাসের পুষ্টি চাহিদা পূরণে প্রোটিন সমৃদ্ধ ৫০০ পরিবারের-কে ৪০০ গ্রামের প্রাণ ফুল ক্রিম গুড়ো দুধ প্রদান করেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান। এর পাশাপাশি ঈদে পরিবারকে নিয়ে মিষ্টি মুখ করার জন্য ৫০০ গ্রাম লাচ্ছা সেমাই, ৫০০ গ্রাম চিনি ও ৫০০ গ্রাম লতা সেমাই প্রদান কাউন্সিলর শওকত হাসেম শকু।