বন্দর প্রতিনিধিঃ ২৭ জুলাই সোমবার সকাল ১১ টায় বন্দর উপজেলা মিলনায়তনে, বন্দর উপজেলা প্রানীসম্পদ দপ্তরের আয়োজনে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রানীর চামড়া কিভাবে ছাড়াতে হয় ও কিভাবে সংরক্ষন করতে হয় এ বিষয়ে প্রশিক্ষণ ও বর্জ্য অপসারণ কৌশল বিষয়ে আলোচনা হয়।
বন্দর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ রশিদ। বিশেষ অতিথি ছিলেন বন্দর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, বন্দর উপজেলা প্রানী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা আয়েসা সিদ্দিকা আফছানা।