আল মামুনঃ মোঃ আরিফুল ইসলাম (২৪) বিসিক শাসনগাওস্থ ফকিরা গার্মেন্টসে সুপার ভাইজার হিসাবে চাকুরী করে। ইং-২৬/০৭/২০২০ তারিখ রাত্র অনুমান ১০.০০ ঘটিকার সময় বিসিক শাসনগাওস্থ এন.আর গ্রুপ গার্মেন্টস সংলগ্ন বুথ হইতে টাকা উত্তোলন করিয়া রাস্তার পার হওয়ার সময় এন.আর গ্রুপ গার্মেন্টস সংলগ্ন বুথের বিপরীত পাশের রাস্তায় পৌছাইলে আসামী ১। সঞ্জয় (৩২), ২। সাইদুর রহমান আকাশ (৩০), ৩। মামুন দেওয়ান (২৬), ৪। রাকিব (২২), দেশীয় অস্ত্র-সস্ত্র সহকারে মোঃ আরিফুল ইসলাম (২৪) এর পথরোধ করত: অস্ত্রের ভয় দেখাইয়া ও মারধর সহ গলায় শ্বাসরোধ করিয়া তাহার নিকট থাকা নগদ ১২,০০০/-টাকা এবং একটি স্যামসাং A-৫০ মডেলের মোবাইল সেট, মূল্য ২৫,০০০/-টাকা জোর পূর্বক ছিনাইয়া নেয়। সে ডাক চিৎকার করিলে স্থানীয় লোকজন এবং এলাকায় টহলরত পুলিশ আগাইয়া আসিয়া আসামী সঞ্জয় (৩২) কে আটক করে। অন্যান্য আসামীরা টাকা ও মোবাইল নিয়ে পালাইয়া যায়। টহল পুলিশের ইনচার্জ এসআই সালেকুজ্জামান সংগীয় ফোর্সসহ বিস্তারিত শুনিয়া, থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া আসামী সাইদুর রহমান আকাশ (৩০) ও মামুন দেওয়ান (২৬) দ্বয়কে গ্রেফতার পূর্বক তাহাদের নিকট হইতে ছিনতাইকৃত মোবাইল এবং নগদ ৫৪০০/- টাকা ও ছিনতাইকাজে ব্যবহৃত ১টি চাকু উদ্ধার করেন। আসামীরা থানা এলাকার চিহ্নিত ছিনতাইকারী চক্রের মূল হোতা।তাহারা বিসিক, কাশিপুর, দেওভোগ সহ আশপাশ এলাকায় প্রতিনিয়ত ছিনতাই ও দস্যুতা সংঘটন করে আসিতেছিল এবং ঈদুল আযহার পূ্র্বে তাহারা বেপরোয়া হয়েছিল।তাহারা গ্রেফতার হওয়ায় এলাকার অধিবাসীদের মধ্যে স্বস্তি এসেছে।তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।