সোনারগাঁ প্রতিনিধিঃ রায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়কে ঈদের উপহার দিয়েছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
সোমবার ২৭ জুলাই বিকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার লিজা ফিলিং স্টেশনে এ উপহার বিতরণ করা হয়। এ সময় ঈদের উপহার হিসেবে শাড়ী-কাপড়, থ্রি-পিস ও স্বাস্থ্য সুরক্ষায় কে.এন- ৯৫ মাস্ক উপহার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক হাজী জাবেদ রায়হান জয়, নারায়ণগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য আনিসুর রহমান রানা, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান ডা.আব্দুর রউফ ও জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।