সোনারগাঁ প্রতিনিধিঃ ১০ বছরের মোঃ সুমন ও ৬ মোঃ আব্বাস নামের দুই অবুঝ শিশুকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান,গতকাল রাতে ৯৯৯ থেকে ফোন পেয়ে এসআই রোস্তম আলী সঙ্গিয় ফোর্স নিয়ে দুই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুমনের পিতার নাম মোঃ রফিক এবং আব্বাসের পিতার নাম জিলন ।তারা সিলেট থেকে একটি বাসে উঠে সোনারগাঁয়ে কাঁচপুরে এসে পথ হারিয়ে কান্না করতে থাকে।
পরবর্তিতে নারায়ণগঞ্জের খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং আমাদের নিজ ফেসবুকে বিষয়টি পোষ্ট করি ।তারপরও শিশুদের পরিবারের কোন সন্ধান না পাওয়ায় উপজেলা সমাজসেবা অফিসের পরামর্শে শিশুদের নিরাপত্তার জন্য কোর্টে প্রেরণ করা হয়েছে। কোন স্বহৃদয়বান ব্যক্তি তাদের চিনতে পারলে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।